পৌরসভা ও ইউনিয়ন পরিষদের রিকশা, অটোরিকশার অতিরিক্ত লাইসেন্সের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করে কর্মসংস্থানের ব্যবস্থা, অটোরিকশার সর্বনি¤œ ভাড়া বৃদ্ধিকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) সকালে শহরের নিউমার্কেট মোড়ে সদর উপজেলা রিকশা ও রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-ময়মন ৫৫) আয়োজনে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ, সংগঠনের উপদেষ্টা জুলহাস উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।