শেরপুরে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের বাগরাকসা মহল্লার মো. বাবুল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫) ও চাপাতলী মহল্লার মো. আব্দুল আওয়ালের ছেলে মো. পারভেজ (২৫)। বুধবার সকালে মাদক আইনের মামলাসহ তাদের সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ র্যাবের একটি দল শেরপুর শহরের নবীনগর মহল্লায় অভিযান চালায়। ওইসময় ৩ গ্রাম হেরোইনসহ সুমন মিয়া ও পারভেজকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।