শেরপুরের শ্রীবরদীতে র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. ফিরোজ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মাটিফাটা গাজীরমোড় থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা।
ফিরোজ উপজেলার মেঘাদল বকুলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। বুধবার সকালে মাদক আইনের মামলাসহ ধৃত ফিরোজকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে শ্রীবরদী উপজেলার মাটিফাটা গাজীর মোড় এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ২ কেজি গাঁজাসহ ফিরোজকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ওই ঘটনায় ধৃত ফিরোজ মিয়ার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব।