আরাকানে রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধের দাবীতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন পালিত হয়েছে।
আজ বেলা ১১ টায় স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মিস রব্রেতা ম্রং, সহসভাপতি মো. আয়ুব আলী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা রুপালী, সাংগঠনিক সম্পাদক মো. হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল হক মনির, উপজেলা উদীচি সংসদের সভাপতি মো. জাহিদুল ইসলাম মিলন প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ কামনা ও অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান।
মানববন্ধনে উদীচি উপজেলা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।