কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোবাইল সেবা বন্ধে শিগগিরই ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রীর এমন আদেশের পর আজ সোমবার দেশের সব মোবাইল ফোন অপারেটরদের আগামী সাত দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সবধরনের সিমকার্ড বিক্রি বন্ধ ও মোবাইল ফোন সেবা বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোহিঙ্গাদের কাছে সিমকার্ড বিক্রির মাধ্যমে মোবাইল সেবা দেওয়ার অভিযোগের ওপর ভিত্তি করে এ নির্দেশনা দেওয়া হলো।
প্রসঙ্গত, সহিংসতার মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গাদের কাছে সিমকার্ড বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।