ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেলো আল নাসর। সৌদি প্রো লিগে আল তাইকে ৫-১ গোলে হারিয়েছে রোনালদো বাহিনী।
শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই আল তাইকে চেপে ধরে আল নাসর। ২০ মিনিটেই লিড এনে দেন ওতাভিও। মিনিট দুই বাদে ম্যাচে ফেরে আল তাই। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রহমান গারিবের গোলে আবারও লিড নেয় আল নাসর।
বিরতির পর শুরু হয় সিআরসেভেন শো। ৬৪ মিনিটে দলকে দুই গোলে এগিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার। ৬৭ মিনিটে নিজের জোড়া আর শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।
দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এই নিয়ে ৬৪ বার হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা ২৬।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কাচট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা
সৌদি আরবের ক্লাব ফুটবলে এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৩টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৪; সবমিলিয়ে সিনিয়র ক্যারিয়ারে এটা রোনালদোর ৮৮২তম গোল।