ইউরোপীয় সংবাদমাধ্যমে গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর।
তবে ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ বলছেন ভিন্ন কথা। তিনি জানালেন, রোনালদোর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন।
সম্প্রতি ডাচ সংবাদমাধ্যম দ্য টেলেগ্রাফে এক সাক্ষাৎকারে টেন হ্যাগ বলেন, রোনালদোর সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। রোনালদো একজন দানব, সে যা ইতিহাস গড়েছে তার জন্য তো বটেই, সে এখনো বেশ উচ্চাভিলাষী- এটা বড় কারণ। তাকে আমি অবশ্যই আমার দলে রাখব।
চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে ১৮টি গোল করেছেন রোনালদো। তার প্রশংসা করে টেন হ্যাগ বলেন, এ বছর রোনালদো ইউনাইটেডের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তার বিশাল পরিসংখ্যান সৃষ্টির ক্ষমতা আছে।