পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবালয়ে হেনস্তা, শারীরিক নির্যাতনের স্বীকার প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণের প্রতিবাদসহ তার নিঃশর্ত মুক্তির দাবি ও এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবিতে মানববন্ধন করেছে শেরপুরের নকলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কবি কলামিষ্ট তালাত মাহমুদ, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহ- সভাপতি খন্দকার জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মহবুবর রহমান, আব্দুর রফিক ও মোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।