সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন ও বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, রোকিয়া রহমানের মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আনা হবে। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।
রোকিয়া রহমান দুই মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি মিডিয়া স্টারের পরিচালক শেয়ারহোল্ডার ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।