মিয়ানমারের রাষ্ট্রীয় মদদে ওই দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পাশবিক নির্যাতন, খুন ও অগ্নিসংযোগের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের নিউমার্কেট মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে বিশেষ করে ১৯৭৮, ১৯৯১, ১৯১৬ ও ২০১৭ সালের এ পর্যন্ত প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। মানবিক কারণে তাদের প্রবেশের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এই নির্যাতন ও হত্যাকান্ড অবিলম্বে বন্ধ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবী জানান।
এসময় বক্তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন ও সুচির নোবেল পুরষ্কার বাতিলের দাবী জানান।