বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিট থেকে নালিতাবাড়ীর নুরুল আমিনকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। ইউনিটের উপ-পরিচালক হায়দার আলী মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জেলা কার্যালয়ে এই সংক্রান্ত একটি চিঠি নুরুল আমিনকে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর ইউনিটের অন্যান্য নের্তৃবৃন্দ। আজীবন সদস্যপদ প্রাপ্ত নুরুল আমিন বলেন, আমাকে এ সংগঠনের আজীবন সদস্য পদ প্রদান করা আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সকলের সহযোগিতা চাই যেনো আমি সংগঠনটির সকল ইতিবাচক কর্মকান্ডের সঙ্গে নিজে সম্পৃক্ত রাখতে পারি।
প্রসঙ্গত, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’ সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। সংস্থাটি দেশের বিভিন্ন মানবিক বিপর্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে আর্তমানবতার সেবা করে থাকে।