বলিভিয়ার বিপক্ষে বরাবরই আগ্রাসী আর্জেন্টিনা। এদিন ছয় মিনিটেই নিজের জাদু দেখান খুদে জাদুকর। মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন আলেসান্দ্রো গোমেজ। গোল খেলেও নিজেদের খেলায় খুব একটা পরিবর্তন আনতে পারেনি বলিভিয়ানরা।
উল্টো ৩৩ মিনিটে ডি-বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টিনাকে। স্কোরশিটে নাম লেখান লিওনেল মেসি। নিজের শততম ম্যাচে গোল করতে না পারলেও বন্ধুকে দিয়ে ঠিকই গোল করিয়েছেন অ্যাগুয়েরো।
৪২ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এলএম টেন। পরে ৬০ মিনিটে বলিভিয়ানরা এক গোল ফেরত দিলেও তিন মিনিট পরই আবারও এক গোল পায় আর্জেন্টিনা। এবার স্কোর করেন লওতারো মার্টিনেজ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।