
:বিউটি দাশ:
পথিক: কি কুড়াচ্ছ বালক তুমি?
শিশু: দুঃখ কুড়াই আমি।
মা বলেছেন মা নাকি সারাজীবন দুঃখই কুড়ান তিনি,
বলছি মাকে এখন থেকে তুমি না মা দুঃখ কুড়াবো আমি।
শিশু: দেখুন তো আপনি,এগুলো দুঃখ নাকি?
পথিক: এই তো স্বর্গীয় ফুল আর ফল বালক আমার!
ফুল দেবে সুবাস মাকে ফল দেবে রাজপ্রাসাদ।
শিশু: তাহলে দুঃখ দেব কি করে মাকে?
মাকে যে কথা দিয়েছি,দুঃখ কুড়িয়ে নেবই আমি যে।
পথিক: হে বিধাতা প্রার্থনা হে নেমে, এসো তুমি কোন রূপ ধরে
আপনার নিষ্পাপ অবোধ শিশুর তরে
নাবিক রুপে ধরাতে হাল ছড়াতে আলোক রশ্মি,
মাতার হৃদয় দেশ- বিশ্বে।
পথিক: মিনতি হে বিধাতা করি আমি
মাতার ঘোর অন্ধকারে আলোর দিশারি হতে।
করুণা ধারায় এসো তুমি হে বিদাতা এই পথ প্রান্তে প্রার্থনা রেখে গেলাম আমি।