শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকাঁন্দি ইউনিয়নের রসাইতলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা সুরুজ আলী (৮০) বুধবার (৪ জানুয়ারী) ভোর ৬.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বুধবার বিকেলে উপজেলার রসাইতলা মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল উপস্থিত হয়ে তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, তোফাজ্জল সরকার, আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, নাজিম উদ্দিন, থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হানসহ এলাকার সর্বস্তরের জনগণ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।