গত ২৬ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী ছিলেন ফরিদ মিয়া ও মজিবর রহমান। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও ৩ জন। ওই ভোটে ৫০২ ভোট করে পান ফরিদ মিয়া ও মজিবর। সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তবে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আগের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী। নির্বাচন থেকে ছিটকে পড়েন অন্যরা। অবশেষে সোমবার নির্বাচনে ১ ভোট বেশি পেয়ে মেম্বার হন মজিবর রহমান। ভোটে ফরিদ মিয়া পেয়েছেন ৮৯০ ভোট। তার চেয়ে ১ ভোট বেশি পেয়ে মেম্বার হয়েছেন মজিবর রহমান।
বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা যায়, এই কেন্দ্রে সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনে মজিবর রহমান মোরগ প্রতীক নিয়ে ৮৯১ ভোট এবং ফরিদ মিয়া ঘুড়ি প্রতীকে ৮৯০ ভোট পান। এতে ১ ভোটের ব্যবধানে মজিবর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।