আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ নির্বাচন কমিশন সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়েছিলো নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে উপজেলার ১৪০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। এবার নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১টি করে অতিরিক্ত ইভিএম থাকবে। ইভিএম মেশিনে কোন ত্র“টি পরিলক্ষিত হলে সেনাবাহিনীর দুইজন সদস্য তদারকি করবে। এ নির্বাচনে ২০জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, ৪টি র্যাবের মোবাইল টিম ও ৯৮২ জন সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। ভোটার যাতে নির্বিঘেœ ভোট প্রদান করতে পারে সেজন্য ব্যাপক প্রচারণা করেছে নির্বাচন কমিশন।
জেলা রির্টার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, নির্বাচন সুষ্ঠ করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি আজ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেরপুর সদরের ভোট গ্রহণ সম্পন্ন হবে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন ১৪ অক্টোবর সোমবার শেরপুর সদর উপজেলার সাধারণ ছুটি ঘোষণা করেছেন।