মঙ্গলবার দিবাগত রাতে শেরপুরের নকলা উপজেলার নকলা পশ্চিম (চানপুর) গ্রামের হুরমুজ আলীর মেয়ে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ ভেঙে দিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।
মঙ্গলবার রাতে হুরমুজ আলীর নাবালক মেয়েটিকে একই গ্রামের আশ্রাফ আলীর ছেলে সামিদুলের কাছে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেয়া হচ্ছে এধরণের গোপন সংবাদের প্রেক্ষিতে রাত ৯ টায় ঘটনা স্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার।
মোবাইল কোর্টের মাধ্যমে উভয় পক্ষের অবিভাবকের বিয়ে দেবে না মর্মে মুচলেকা নিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।