রাজশাহী নগরীতে রহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজ সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে।
রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশকে ফোন করে এ অভিযোগ করেন নবজাতকের মা জান্নাতুন বেগম। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।রাজশাহী নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা ফোন পেয়ে ১০ দিন বয়সী ওই নবজাতকের বাবাকে জিজ্ঞাসাবাদ করি। এতে তিনি একেক সময় একেক কথা বলেন। সর্বশেষ তিনি জানান, নবজাতককে গোদাগাড়ী থানার কাকনহাট এলাকায় বিক্রি করে দিয়েছেন। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।এসআই কাজল আরও বলেন, শিশুটির বাবা স্ত্রীর অসুস্থতার কারণে ২৪ হাজার আবার কখনো ৩০ হাজার টাকায় সন্তান বিক্রির কথা বলছেন। তবে কী কারণে আর কত টাকায় বিক্রি হয়েছে সে বিষয়ে বিস্তারিত থানায় গিয়ে জানাতে পারবো।