সম্প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও নাশকতার ঘটনায় রাজধানীসহ সারা দেশে ৪০ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যশোরের কোতয়ালী এলাকা থেকে ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল মোল্লা, যুবদলের সহ-সভাপতি জসিম, রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি লালন হোসেন, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব আলী ও সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা হতে যুবদলের সভাপতি শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
#যুগান্তর