ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই সৃষ্টি হবে ইতিহাস। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা। এ ম্যাচে দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা কল্পনা। বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের রাজকোটের সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
প্রথম ম্যাচে ব্যাট হাতে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। তবে নবীন খেলোয়াড়রাও পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সে ম্যাচে নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও আমিনুল বিপ্লব এই তিনজন ক্রিকেটার নিজেদের দক্ষতা ও শারীরিক ভাষা দিয়ে দলের চিত্র অনেকটা বদলে দিয়েছেন।
অভিষিক্ত নাইম শেখ ব্যাট হাতে দিয়েছেন ধৈর্যের পরিচয়। সহজে ভারতীয় বোলারদের উইকেট দেননি তিনি।
আফিফ হোসেন ধ্রুব ছিলেন ‘কিপ্টে’র ভূমিকায়। ৩ ওভার বল করে দিয়েছিলেন মাত্র ১১ রান। মাঝে নিজের বলে দুর্দান্ত ক্যাচে ফিরিয়েছেন একজন ব্যাটসম্যানকে।
বিপ্লবও ছিলেন বল হাতে অসাধারণ। ভ্যারিয়েশনের মাধ্যমে বড় শট খেলতে উদ্বুদ্ধ করে ব্যাটসম্যানদের যেভাবে আউট করেছেন, রানের চাকাও আটকে রেখেছিলেন মোটামুটি ভালোই।
এছাড়া অন্যান্য বোলাররাও পালন করেছেন যথাযথ দায়িত্ব। ব্যর্থ বলতে যা ছিলেন শুধুমাত্র লিটন দাস। তবে তার উপর এখনো ভরসা হারায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। সাধারণত উইনিং কম্বিনেশন কখনো ভাঙতে চায় না বাংলাদেশ। ফলে এ ম্যাচে পরিবর্তনের আর খুব একটা পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম।