যৌতুক মামলায় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত তার জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন।
গত ৩ জানুয়ারি ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। এতদিন তিনি জামিনে ছিলেন। আজ মঙ্গলবার মামলার জামিন শুনানির দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে উপস্থিত থাকতে পারেননি ইলিয়াস। এ সময় তার আইনজীবী পুনরায় জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তার বিরুদ্ধে।
এদিকে এ বিষয়ে গণমাধ্যমকে সুবাহ জানান, হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর দুইবার আদালতে হাজির হননি গায়ক ইলিয়াস। এমনকি তাকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করেন। সেই ভিডিও আদালতে দাখিল করেন তার আইজীবী। বিচারক ভিডিওটি দেখে ইলিয়াসের জামিন বাতিলের আদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গত বছরের ১ ডিসেম্বর ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবহা। জানা গেছে, একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। যদিও ইলিয়াসের দাবি, সুবাহ এর আগেও বিয়ে করেছিলেন। এমনকি নানা অশ্লীল কাজেও জড়িত ছিলেন।