চারপাশে ঘটে যাওয়া যে কোন অপরাধ ও অপরাধের তথ্য দৃষ্টিগোচরে আসা ও জানামাত্রই অবহিত করার জন্যে সর্বস্তরেরর মানুষকে আহ্বান জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ২৫ ডিসেম্বর বুধবার রাত দশটার দিকে ‘ডিসি শেরপুর’ নামে ফেসবুক আইডি থেকে একটি পোষ্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোষ্টে লেখা হয়েছে, সন্মানিত শেরপুরবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আপনার চারপাশে ঘটে যাওয়া ইভটিজিং,বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক সেবন বা ব্যবসা, জুয়া খেলা, অবৈধ বালু উত্তোলন সহ যে কোন অপরাধ ও অপরাধের তথ্য আপনার বা আপনাদের দৃষ্টিগোচরে আসা ও জানামাত্রই আমাদের অবহিত করুন বা ইনবক্সে জানান।
ওই পোষ্টে আরও লেখা হয়েছে, আপনার বা আপনাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি আবশ্যিকভাবেই আমাদের বিবেচনায় থাকবে।
সবশেষে লেখা হয়েছে, আসুন সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় আমরা সবাই একত্রে একযোগে কাজ করি।