ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে আজ সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় বৈঠক করবে আওয়ামী লীগের প্রতিনিধিরা। বনানীর হোটেল শেরাটনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
রোববার (৮ অক্টোবর) আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলটির সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি শনিবার ঢাকায় আসে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে।
ইত্তেফাক