রশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ সিনেমায় নায়িকা হিসেবে আগেই চূড়ান্ত করা হয়েছিল ইয়ামিন হক ববিকে। ইতিমধ্যে এ সিনেমার ফার্স্ট লুকে ববি দর্শকদের নজর কেড়েছেন। তবে ফার্স্ট লুক প্রকাশ হলেও ববির নায়ক হিসেবে কে থাকবেন সেটা জানানো হচ্ছিল না।
স্বাভাবিকভাবেই এ নিয়ে দর্শকদের মাঝে কৌতূহল কাজ করছিল। এবার সে কৌতূহলের অবসান ঘটলো। জানা গেল, এই সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন খায়রুল বাসার। তথ্যটি মানবজমিনকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রাশিদ পলাশ। তিনি বলেন, আমরা ববির নায়ক হিসেবে খাইরুল বাসারকে মৌখিকভাবে চূড়ান্ত করেছি।
আমার আরেকটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় এখনো কাগজে কলমে তার সঙ্গে চুক্তিটি সারতে পারিনি। আশা করছি খাইরুল তার চরত্রিটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রেম ও প্রতারণার গল্প ‘ময়ূরাক্ষী’। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। এই সিনেমার প্রধান চরিত্রে আছেন ববি ছাড়াও আছেন শিরিন শিলা।