শেরপুর পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ফাইনালের লাইনআপ নির্ধারনী ম্যাচে সোহাগের দুর্দান্ত হাফ সেঞ্চুরীতে শেরপুর জেলা পুলিশ দল ফাইনালে ওঠেছে। রাউন্ড রবীন লীগের সর্বশেষ খেলায় নেত্রকোনা জেলা পুলিশ দলকে ৬ উইকেটে পরাজিত করেছে শেরপুর। এতে তিন দল সমসংখ্যক পয়েন্ট অর্জন করলেও নেট রানরেটের ব্যবধানে ময়মনসিংহ জেলা পুলিশ দলের হৃদয় ভেঙ্গে ফাইনালে শেরপুরের সঙ্গী হয়েছে নেত্রকোনা জেলা দল।
সকালে টস জিতে শেরপুর জেলা পুলিশ দল নেত্রকোনা জেলাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১৫ ওভারে আতিকের অপরাজিত ৩৫, সাইফ ১৯, ফয়সাল ১৭ এবং অতিরিক্ত ১০ রানের ওপর ভর করে নেত্রকোনা জেলা ৭ উইকেট হারিয়ে ১০৪ রান করে। শেরপুরের বোলার মাজহারুল ৯ রানে ৩টি এবং মাইদুল ১৪ রানে ২টি উইকেট নেন। জবাবে ৮ ওভারে ম্যাচজয়ের লক্ষ্য নিয়ে শুরু থেকে শেরপুরের উদ্বোধনী ব্যাটসম্যান সোহাগ এবং আকরামুল মারমুখি ব্যাটিং করতে থাকেন। সোহাগের চার-ছক্কার ফুলঝুড়িতে ২২ বলের হাফসেঞ্চুরি (৫৬ রান) এবং আকরামুল ২৭ ও আরাফাতের ২০ রানে শেরপুর জেলা পুলিশ দল ৮ ওভার ৩ বলে ৪ উইকেটে ১০৫ রান তুলে জয়লাভ করে। নেত্রকোনার বোলা প্রান্ত ৪০ রানে নেন ২ উইকেট। খেলায় শেরপুর জেলা দল জয়লাভ করে ফাইনালে যাওয়ায় সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পুরো দলকে পুরস্কৃত করেন এবং ম্যাচের সেরা খেলোয়াড় হাফসেঞ্চুরিয়ান সোহাগকে নগদ ৫০০ টাকা পুরষ্কার প্রদান করেন।
উল্লেখ্য, গত সোমবার থেকে শেরপুর পুলিশ লাইন্স ভেন্যুতে শেরপুর জেলা পুলিশের আয়োজনে টি-টুয়েন্টি ফরমেটে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ ও স্বাগতিক শেরপুর জেলা দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্ধিতা করে। বৃহস্পতিবার লীগের শেষ খেলার মধ্য দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল শেরপুর ও নেত্রকোনা জেলা দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।