বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) রোগীদের ডিজিটাল সেবা চালু হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার সেবার আওতায় এনে ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে এতে ময়মনসিংহ ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের হয়রানি অনেকাংশে হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সকল বিভাগে প্রতিদিন গড়ে ৪ হাজার রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এতে রোগীদের নাম ঠিকানা মোবাইল নম্বর জানতে গড়ে ৫ থেকে ১০ মিনিট অপচয় হয়। ব্যস্ততম এ হাসপাতালে অনেক রোগী দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অস্বস্তি বোধ করে। অনেক সময় বাকবিতন্ডার প্রয়োজন হয়। এ সকল ঝামেলা এড়াতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল আগে থেকে তথ্যাদি নিয়ে ই সেবা কার্ড প্রদান করছে। পরবর্তীতে এ কার্ড প্রদান করলে মাত্র ১ মিনিটে রোগীকে ভর্তি করানো সম্ভব বলে মনে করেন। বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্বক্ষণিক ইমাজেন্সি ও ক্যাজুয়ালেটি সেবা ,৪৫ টি এইচ এফ এন সি সহ কোরানো মোকাবেলা ৪০২ কোরানা ইউনিট চালু, প্রতি মিনিটে ৫০০ লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন অক্সিজেন জেনারেটর স্থাপন, ১০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্লান্ট এর সাথে ১০ হাজার লিটার ধারণ ক্ষমতা অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শেষের দিকে, ফ্ল কর্নারে করোনা ও রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান ,সার্বক্ষণিক ওয়ান স্টপের মাধ্যমে রোগীদের প্যাথলজিক্যাল ও চিকিৎসা প্রদান, হাসাপাতালে কিডনি রোগীদের ২৪ ঘণ্টায় ডায়ালইসিস সেবা প্রদান।
সার্বক্ষণিক প্রতিটি বিভাগে ডাক্তারদের পর্যবেক্ষণ চলছে। হাসপাতালে রোগীদের চাপে অনেক সময় ডাক্তার নার্সদের সেবা দিতে বিঘ্ন সৃষ্টি হয়। ৮৪ একর বিস্তৃত ক্যাম্পাসে এ হাসপাতালে মাত্র ১৪শ টি বিছানা রয়েছে। মেঝেতে প্রতিটি বিভাগে আরও ২ থেকে তিন হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করছে। এ থেকে কিছু পরিত্রাণ পেতে ময়মনসিংহ ম্যাডিক্যাল কলেজ হাসপাতাল বিশেষ করে টিকিট কাউন্টার, টেস্ট থেকে রোগীদের সময় রোধে ই সার্ভিস সেবা চালু করেছে। ইতমধ্যে ১২ হাজার লোকদের ডিজিটাল সেবায় আওতাভুক্ত করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. টি আই খান ওয়াসিম জানান রোগীদের হয়রানির কথা বিবেচনা করে ই সেবা চালু হয়েছে। এতে রোগী ভর্তি হলে ই কার্ড দেখালেই রোগীর সেবা চালু হয়ে যাবে। সময় অপচয় রোধ হবে।