করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কৃষ্ণকুমার সাহা (৫৯) নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাতজনসহ করোনা ইউনিটে মোট ১০৬ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮০ টি নমুনা পরীক্ষা করে সাতজন করোনা শনাক্ত হয়েছেন।