ময়মনসিংহে অবৈধ ১১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর ব্রাহ্মপল্লী ও চরপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ২৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে নিবন্ধন না থাকায় ১১টি সিলগালা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।