ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক হোটেল ব্যবসায়ীকে এলোপাতাড়ি ‘গুলি করেছে’ এক দুর্বৃত্ত।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শফিকুলকে গুলি করা হয়। পরে রাত ৯টার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শফিকুলের বাড়ি ফুলপুর উপজেলার শাহাপুর উত্তর গ্রামে। নরসিংদী জেলার মাধবদীতে তাঁর একটি হোটেল আছে। সম্প্রতি তিনি বাড়িতে এসেছিলেন।
শফিকুলের চাচাতো ভাই শহীদুল ইসলাম বলেন, রাত সোয়া ৮টার দিকে মালেক নামের এক ব্যক্তি শফিকুলকে লক্ষ্য করে সাত থেকে আটটি গুলি করে। এ সময় তাঁর শরীরের পেছনে দুটি গুলি লাগে। গুলি খেয়ে শফিকুল চিৎকার করলে তাঁকে রক্তাক্ত অবস্থায় মমেক হাসাপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারকক্ষে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা করেন।
এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার অনুপম কুমার দাস বলেন, ‘রোগীর শরীরের পেছনে গুলির মতো দুটি গর্ত দেখেছি। পরীক্ষা করতে দিয়েছি। ফলাফল পেলেই সব জানা যাবে। তবে রোগী শঙ্কামুক্ত।’
এ বিষয়ে ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, পুলিশ মালেককে গ্রেপ্তারের চেষ্টায় অভিযান চালাচ্ছে।