১০ নভেম্বর শুক্রবার বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে ২ দিনব্যাপী অঞ্চল পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা ওয়ার্কশপ মুক্তাগাছা আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।
এলটি মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এএসএম খালেক। ওয়ার্কশপের মূখ্য আলোচক হিসেবে আয় ব্যায় সংক্রান্ত নিয়ম নীতি উপস্থাপন করেন, বাংলাদেশ স্কাউটের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক সচিব আব্দুস সালাম খান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সম্পাদক স্কাউটার জামাল উদ্দিন আকন্দ, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের ট্রেজারার স্কাউটার আশরাফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক স্বপন কুমার দাস, বাংলাদেশ স্কাউটস শেরপুর-জামালপুরের সহকারী পরিচালক হামজা রহমান শামীম প্রমুখ।