ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে মো. হাদিস মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
র্যাব জানায়, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামে দশ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার বগাপুতা গ্রামে মো. হাদিস মিয়া শিশুটির ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় পলাতক ছিলেন হাদিস মিয়া। ঘটনার পর থেকে পলাতক হাসিদের সন্ধানে নামে র্যাব-১৪ এর একটি দল। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ এর সহকারী পরিচালক ও স্কোয়াড কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, শিশু ধর্ষণে অভিযুক্ত ওই যুবক ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। পরে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।