ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামগোপালপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে শামছ উদ্দিন (৬০) । তবে অপরজনের নাম জানাতে পারেনি পুলিশ।
গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ঘটনার সময় নিহত শামস উদ্দিন রামগোপালপুর এলাকার রহমানিয়া মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ অবস্থায় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় এক পথচারী ও মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যায়।