ময়মনসিংহে ওয়াজ মাহফিল নিয়ে দ্বন্দ্বে দুই ভাই পিটিয়ে হত্যার ঘটনায় ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সিরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়িদকে প্রধান আসামি করা হয়।
রোববার (১২ ডিসেম্বর) রাতে নিহতদের বাবা আলী আকবর বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলা দায়ের হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চর-সিরতা ইউনিয়নে ওয়াজ মাহফিল ও জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়। আর সফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯টার দিকে সফিকুলও মারা যান।