ময়মনসিংহ; সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৮ জুন) বিকেল ৫টার দিকে নগরীর নতুন বাজারস্থ সাহেব আলী রোড এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ।
এ সময় হোসাইন স্যারের বিজ্ঞান ও প্রাইভেট কোচিং সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা দাবি করেন, নিয়মিত কোচিং না করার কারণে ছেলেমেয়েরা অনেকটা পিছিয়ে পড়ছে। তাই তারা পড়াতে কোচিংয়ে নিয়ে এসেছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চলমান বিধিনিষেধে সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
তিনি আরও বলেন, এই নির্দেশনা অমান্য করে ওই কোচিং সেন্টারটি খোলা রেখে শিশুদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তাই ভ্রাম্যমাণ আদালত কোচিং সেন্টারটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। অভিযানে ওই এলাকায় অন্য কোচিং সেন্টারগুলো বন্ধ পাওয়া গেছে।