হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক অফিসার (ফোকাল পার্সন) মহিউদ্দিন খান মুন শনিবার সকাল সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমানে করোনা ইউনিটে ৪১৭ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২১ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৭৩ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ৩৫ দশমিক ৮৯ শতাংশ।