ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন।
এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান।
সোমবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক কর্মকর্তা (ফোকাল পার্সন) মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল ১১টা পর্যন্ত করোনা ইউনিটে নতুন করে ১২ জন রোগী ভর্তি হয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ।
তিনি আরও জানান, রোববার রাত পর্যন্ত জেলায় ৭৩১ জন হোম আইসোলেশন এবং ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।