স্বাস্থ্যবিধি মেনে এবারও ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এখানে ঈদের তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, এরপর পৌনে ৯টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, প্রধান জামাত ছাড়াও নগরীর বড় মসজিদে সকাল সোয়া ৮টায় একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। মার্কাজ মসজিদে সকাল ৭টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায় ও আকুয়া মড়লবাড়ি মসজিদে সকাল সাড়ে ৭টা ও ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, প্রত্যেক মসজিদে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। করোনার বিষয়টি মাথায় রেখে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ঈদের নামাজ আদায় করতে বলা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য ঈদের দিন মাঠে প্রশাসনের লোকজন কাজ করবে।
#ঢাকা পোস্ট