ময়মনসিংহের ধোবাউড়ার ঘোষগাঁও ইউনিয়নে হঠাৎ বেড়েছে চোরের উপদ্রব। গত দুই মাসে চুরি হয়েছে ১২টি মোটরসাইকেল ও বিদ্যুতের ট্রান্সফরমার। এ নিয়ে থানায় অভিযোগ করেও কোনো সুফল মিলছে না বলে দাবি এলাকাবাসীর। এতে আতঙ্কে দিন কাটছে তাদের।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুই স্বাস্থ্য কর্মকর্তার অর্ধকোটি টাকার গাড়ি, কৃষকের ১০টি বিদ্যুৎ সেচ ট্রান্সফরমার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম বিশ্বাসের বাড়ি থেকে দুটিসহ ১২ টি মোটরসাইকেল চুরি ঘটনা ঘটে। এছাড়া সরকারি এক কর্মকর্তার গাড়ি চুরির চেষ্টা করা হয়।
ঘোষগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম বিশ্বাস বলেন, চুরির পর অভিযোগ করেছি। সন্দেহজনক ব্যক্তিদের নাম দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ধোবাউড়া সরকারি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. মোতালেব আকন্দ বলেন, থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় চোখে পড়েনি।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ধোবাউড়ার এজিএম আলীমুন রেজা তুহিন বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে এ পর্যন্ত অনেক জিডি করা হয়েছে। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চুরি ডাকাতি নিয়ন্ত্রণে রয়েছে। যে গুলো চুরি হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।