মোস্তাফিজুর রহমানকে ছুঁতে মাঠেই ঢুকে পড়লেন এক দর্শক। গ্যালারির দুইতলা থেকে লাফিয়ে মাঠে প্রবেশ করেন ওই দর্শক।
করোনায় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ওই দর্শকের এমন কাণ্ডে হুমকির মধ্যে পড়ে গেলো মিরপুর স্টেডিয়াম।
পাকিস্তান ইনিংসের ১৪তম ওভারে মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন অবস্থায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উত্তর গ্যালারি থেকে এক দর্শক নিরাপত্তাবেষ্টনীর কাঁটাতার পাড়ি দিয়ে লাফিয়ে মাঠে প্রবেশ করেন।
তখন নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে এসে ওই দর্শককে মাঠ থেকে বের করে দেন। অবশ্য তার আগেই মোস্তাফিজের পায়ের কাছে গিয়ে মাটিতে লুটিয়ে মাথা ছুঁইয়ে সেজদার ভঙ্গি করেন সেই দর্শক।
লাইভ ম্যাচে এভাবে দর্শক মাঠে প্রবেশ করায় মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।