বিয়ে একটি সামাজিক ও ধর্মীয় রীতি। এটি রীতি হলেও অনেকে এই ক্ষেত্রে ‘বিতর্কিত’ ঘটনাও ঘটান। এবার নিজের মেয়ের জামাইয়ের বড় ভাইকে বিয়ে করেছেন এক নারী।
সম্প্রতি ভারতের পাঞ্জাব প্রদেশের মালিকপুর গ্রামে এই বিতর্কিত ঘটনা ঘটেছে। এক্ষেত্রে বিবাহবন্ধনে আবদ্ধ দুজনের সম্পর্কের জটিলতা ছাড়াও রয়েছে বয়সের বেশ পার্থক্য।
ব্রিটিশ এক সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ জানিয়েছে, ওই নারীর বয়স ৩৭ বছর। যাকে বিয়ে করেছেন তার বয়স ২২ বছর। এমন ঘটনায় দুই পরিবার বিস্মিত।
প্রতিবেদন অনুযায়ী, নিজের মেয়ের ভাসুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিল ওই নারী। তাদের নিয়মিত দেখা হতো। চলতি মাসের শুরুতে বিয়ের জন্য বর্তমান স্বামীকে ডিভোর্স দেন ওই নারী। তবে ওই নারীর মেয়ে ও তার জামাই, কেউই তাদের এই সম্পর্কের কথা জানত না।
গত ১৪ অক্টোবর বাপের বাড়ি ঘুরতে এসে সেখানে ভাসুরকে দেখে অবাক হন তার মেয়ে। এরপরই মূলত ঘটনাটি জানাজানি হয়। উভয় পরিবার থেকে এই বিয়ে মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।
এই বিয়ের খবর দুই পরিবার ও প্রতিবেশীদের মধ্যেও সমালোচিত হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকলে নবদম্পতি আদালতের দারস্থ হন। উভয়ের পরিবারের সদস্যদের কাছ থেকে সুরক্ষার জন্য আদালতে আবেদন করেন তারা। আগামী ৩১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।