গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকালে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দলে প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
রবিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ে।
মেয়র গ্রেপ্তারের খবর জানতে নগরীর বিভিন্ন স্থান থেকে সাংবাদিকদের কাছে ফোন আসতে থাকে। পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেয়র ও তার সহর্কীদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে মেয়র গ্রেপ্তার হননি। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন।
এর আগে মেয়র জাহাঙ্গীর আলম রবিবার বিকাল ৩টা পর্যন্ত তার গাজীপুরের ছয়দানায় বাসায় অবস্থান করেন। সেখানে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মেয়রের সঙ্গে দেখা করতে আসেন। এ ছাড়া বেশ কয়েকজন কাউন্সিলরও তার বাসভবনে যান।
তবে প্রতিদিনের মতো বিভিন্ন দান, অনুদান ও ট্যাক্স কমানো সংক্রান্ত বিষয় নিয়ে আসা লোকজনের সংখ্যা ছিল হাতে গোনা।
মেয়র তার বাস ভবনের দোতলা ও তিন তলায় দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
#দেশ রূপান্তর