সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের পালিয়ে যাওয়া ও গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটা লোক পলাতক থাকলে তাকে অ্যারেস্ট করা কষ্টকরই হয়। কিন্তু তাকে (মোয়াজ্জেম) খুঁজে বের করার জন্য যতেষ্ট চেষ্টা চালানো হচ্ছে। আশা করি খুব শিগগিরই তিনি ধরা পড়বেন।
সোমবার (১০ জুন) সমসাময়িক ইস্যুতে সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ওসিকে গ্রেফতার করতে না পারায় সরকারের কোনো ব্যর্থতা রয়েছে কি-না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, অ্যারেস্ট, দেখুন একটা লোক পলাতক হলে তাকে অ্যারেস্ট করা কষ্টকরই হয়। তাকে খুঁজে বের করার চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে খুব সিরিয়াস।
এটা রাজনৈতিক কোনো বিষয় কি না- এমন প্রশ্নে কাদের বলেন, পার্মানেন্টলি হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার ঘটনা শেষ পর্যন্ত তো সে রকমভাবে থাকেনি। এটাও রাজনৈতিক কি না… আমার মনে হয় না… এ বিষয়টা নিয়ে সরকার কঠোর অবস্থানে এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুব সিরিয়াস। তিনি যেই হোক সোনাগাজী আওয়ামী লীগের প্রেসিডেন্ট এ মামলায় কারাগারে আছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি কোনো প্রকার দুর্বলতা নেই।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গত ২৭ মে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ৩১ মে পরোয়ানার চিঠি ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছায়।