মেসি-বার্সা ইস্যুতে আবারো নাটকীয় মোড়। এবার এই ইস্যুতে মুখ খুলেছে লা লিগা কর্তৃপক্ষও। তারা একটি সতর্কবার্তা পাঠিয়েছে লিওনেল মেসিকে। তারা জানিয়ে দিয়েছে, স্পেন ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করেই যেতে হবে ক্ষুদে জাদুকরকে।
ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই প্রতি মুহূর্তে নতুন নতুন তর্ক-বিতর্কের জন্ম হচ্ছে। পুরো ফুটবল দুনিয়ার চোখ এখন কাতালানদের দিকে। এরইমধ্যে গেল ২৪ ঘন্টায় স্প্যানিশ গণমাধ্যমের খবরে ঘটনা ভিন্ন মোড় নেয়।
তাদের দাবি, আগামী বছর যেহেতু বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে, সে হিসেবে এই বছরই শেষ হয়ে গেছে মেসির রিলিজ ক্লজের মেয়াদ। সে হিসেবে ফ্রি’তেই ক্লাব ছাড়তে পারবেন তিনি।
এমন খবরে নড়েচড়ে বসে সবাই। বার্সা ক্লাব কর্তৃপক্ষও এই বিষয়ে দ্বিধান্বিত হয়ে পড়ে। তবে স্পেনের শীর্ষ লিগের নির্বাহী কমিটি বলছে, বার্সেলোনা ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়নই পরিশোধ করতে হবে লিওনেল মেসিকে।
সম্ভাবনা কম হলেও, এখনো ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারকে ধরে রাখার আপ্রাণ চেষ্টাই চালাচ্ছে কাতালানরা। লা লিগা কর্তৃপক্ষের এমন বিবৃতিতে আবারো ধড়ে প্রাণ ফিরে পাবে ক্লাব কর্তৃপক্ষ। অন্যদিকে আবারো ব্যাকফুটে চলে গেলেন মেসি এবং তার আইনজীবিরা।
এখন দেখার অপেক্ষা লা লিগার বিবৃতির বিষয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেসি!