জুয়েল রানা :
পুষ্টিগুন ও জিংক ভিটামিন সমৃদ্ধ নতুন উদ্ভাবনী ব্রি-ধান-৬২ ও ৭২এর বীজ ধান কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরন করা হয়েছে। আজ সকালে মেলান্দহ উপজেলার চর বসন্ত,টুপকারচর ও কাজাই কাটা গ্রামের ছয়শত জন কৃষককে তিন কেজি করে ব্রিধান-৬২ এবং দুইশত জন কৃষককে ব্রিধান-৭২এর বীজ দেওয়া হয়।
হারভেস্ট প¬াসের সহযোগিতায় বেসরকারী সংস্থা ঝুমকা বাংলাদেশের আয়োজনে পুষ্টিগুন ও জিংক ভিটামিন সমৃদ্ধ নতুন উদ্ভাবনী ব্রি-ধান-৬২ ও ৭২ এর উচ্চ ফলনশীল বীজ ধান বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরন এর আয়োজন করে।
কৃষকদের মাঝে উপস্থিত থেকে বীজ তুলে দেন ঝুমকা বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল জলিল,প্রকল্প সমন্বয়ক রাজনুজ্জামান রাজন,মেহেদী হাসান প্রমুখ।
কম খরচে অধিক ফসলের আশায় নতুন উদ্ভাবনী উচ্চ ফলনশীল পুষ্টি গুন ও জিংক ভিটামিন সমৃদ্ধ ব্রিধান-৬২ ও ৭২ধানের বীজ পেয়ে দারুন খুশি গ্রামের সাধারন কৃষকরা ।