মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরের মেলান্দহে নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯ তম জন্ম তিথি উদযাপন উপলক্ষে ৩আগস্ট উপজেলা পরিষদ হলরুমে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গ সংগঠন শহীদ সমর থিয়েটার এর আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থিয়েটারের সভাপতি আবুল মনসুর খান দুলাল এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সাবেক সভাপতি ও ভোরের কাগজের প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু মাস্টার, থিয়েটারের সহসভাপতি মোশারফ হোসেন, সম্পাদক খন্দকার হারুনুর রশিদ প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন-ময়মনসিংহ শিল্পচার্য জয়নুল আবেদীন কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ হীরা এবং মালঞ্চ মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের চারু-কারু শিক্ষক মোশারফ হোসেন।
প্রতিযোগিতায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে বিজয়ী ৪ পর্বের মোট ৮জনকে পুরস্কৃত করা হয়।