হত্যার হুমকি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অফিসে এসে তাকে মেরা ফেলার হুমকি প্রদান করা হয় বলে তিনি অভিযোগ করেছেন।
এ ঘটনায় সোমবার পুরান ঢাকার কোতয়ালী থানায় নিজের নিরাপত্তার চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক।
সাধারণ ডায়েরিতে উল্লেখ আছে, দীর্ঘদিন ধরে মো. আব্দুল গাফ্ফার ও মো. শাহজাহান নামে দুই ভাই কেরানীগঞ্জে ওই শিক্ষকের বাসার আশপাশে অনেককে মারধর ও অসামাজিক কার্যক্রম করে আসছেন। এর প্রতিবাদ করায় গত ১২ নভেম্বর কেরানীগঞ্জে জবি শিক্ষকে হত্যার হুমকি দেয়া হয়। পরের দিন ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষকের অফিস কক্ষে এসেও তাকে হত্যার হুমকি দেন অভিযুক্তরা। হুমকিদাতা দুই ভাইয়ের নামে বেশকিছু মামলাও আছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক বলেন, ‘একের পর এক হুমকির ঘটনায় আমি আইনের কাছে নিরাপত্তা চাইছি।’
তবে অভিযুক্ত মো. শাহজাহানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জিডির বিষয়টি জেনে দেখতে হবে। পরে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। পরে যে কোনো প্রয়োজনে আমরা এই শিক্ষককে সহায়তা করব। পাশাপাশি পুলিশের সঙ্গেও যোগাযোগ করব।’
এদিকে, নিজেদের শিক্ষককে হত্যার হুমকি দেয়ার দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।