:মহিউদ্দিন বিন্ জুবায়েদ:
প্রভাতের মিঠা রোদ হাল্কা কুঁয়াশা ঘাসে,
প্রজাপতি ফুলে ফুলে দুঃখ বেদনা নাশে।
ঘাসের গালিচা গায়ে এই মাঠ তেপান্তর,
কুঁয়াশা রোদ মাখামাখি আপন ও পর।
ওই আকাশ মেঘে মেঘে রোদের হালখাতা,
নাহি বৃষ্টি নাহি ঝড় সবুজাব পাতা।
নাহি আছে চোখে ঘুম খোকার ছুটাছুটি,
রোদের ঝলক পড়ে ওই ঝলসানো রুটি।
খাল বিলে শাপলা শালুক এই তো দেশ,
মন বাগিচায় গন্ধ শুকে ত্বরাই লেশ।
মেঘের কোলে রোদের ছড়া গড়াই নদী,
আলো ছড়ায় আলো ছড়াক নিরবধি।