মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে হাইওয়েতে একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৮ জন।
মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকালে লা টিনাজা ও আকাইউকান শহরের সংযোগকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।
মেক্সিকোর ন্যাশনাল গার্ডের একটি সূত্র এএফপিকে জানায়, চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
নিরাপত্তাকর্মীদের মতে, দুর্ঘটনায় গুরুতর আহত সাতজনসহ অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: এএফপি