সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় ২৪৬ রান করে ৫০ রানে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৯৩ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিক রানে ফেরায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
খেলা শেষে সাংবাদিকদের পাপন বলেন, মুশফিকের রান করাটা সত্যিই স্বস্তির। এটা না শুধু বিপিএলে ও যখন শেষ ম্যাচে রান করেছিল আমি তখন তাকে ফোন করেছিলাম। আমি আসলে এত খুশি হয়েছিলাম, কারণ আমি জানি ওর মধ্যে ওই সম্ভাবনা আছে।
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইওয়াশের শঙ্কা উড়িয়ে ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজে (২-১) ভাগ বসায় বাংলাদেশ।
ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্য নিয়ে পাপন বলেন, সাকিব তো আমাদের সেরা খেলোয়াড়। এটাতে কারও কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগই নেই। এই সিরিজের প্রথম থেকেই দেখেছি, এমন কী বিশ্বকাপ থেকেই দেখছি ওর মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, সে জিততে মরিয়া।