মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ফাইনাল খেলার প্রথমটি ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় ঘ গ্রুপের কামারেরচর ইউনিয়ন ও বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়ন প্রতিদ্বন্ধিতা করে।
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্ট্যাডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলায় কামারেরচর ইউনিয়ন বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে আসে।
জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের সৌজন্যে সদর উপজেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
আজেকর এ খেলায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: হাবিবুর রহমান, আব্দুল মজিদ মজু, আনোয়ার হোসেন সুরুজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনা করেন, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সহসভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার রবিন।